চলতি বছরের অক্টোবরে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল খুলে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (১৮ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন–৬–এর পরিচালনা বিষয়ক এক সেমিনারে একথা জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, ‘আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এই অংশের (আগারগাঁও থেকে মতিঝিল) উদ্বোধন করবেন। এ বিষয়টা জানার সকলেরই আগ্রহ ছিল।‘
তিনি বলেন, ‘এ বছরই এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও পর্যন্ত কাজ শেষ হবে। পরের ধাপে সিটি করপোরেশন ও অন্যান্য সংস্থার সঙ্গে যে জটিলতা আছে তা মিটিয়ে কাজ এগিয়ে নেয়া হবে।‘
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমাদের মোট ছয়টি এমআরটি লাইন। ২০৩০ সালের মধ্যে কাজ শেষ করা হবে। এর মধ্যে তিনটার কাজের দায়িত্ব জাপান নিয়েছে। আমাদের পাতাল রেল হচ্ছে। জাপানের কাছ থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। সে জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি জাপান সরকারকে।‘
মেট্রোরেলে পোস্টার সাটানোকে ‘রুচির দুর্ভিক্ষ‘ বলে অভিহিত করেন ওবায়দুল কাদের বলেন, ‘যারা এই কাজের সাথে জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।‘
মন্ত্রী বলেন, ‘যত্রতত্র তথ্য ময়লা ফেলা যাবে না, যত্রতত্র সিগারেট খাওয়া যাবে না। ঢাকা শহরে সিগারেট খাওয়া বন্ধ করুন। এত সম্ভাবনাময় রাজধানীর বাতাসের অবস্থা খুবই খারাপ। এটা লজ্জার কারণ। এগুলো ঠিক করতে হবে আমাদের অস্তিত্বের স্বার্থে।‘
এমবিআর/দীপ্ত সংবাদ