সিলেটের আদি সংস্কৃতি ও সিলেটবাসীর মৌলিক উপাদানগুলো রক্ষায় নগরবাসীকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক ও বরেণ্য নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়।
শনিবার (১৮ জুন) বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ-এর আয়োজনে ‘বঙ্গবন্ধু এনেছেন সম্প্রীতির বাংলাদেশ শেখ হাসিনা গড়েছেন উন্নয়নের মহাসোপান’ শীর্ষক মুক্ত আলোচনা, মতবিনিময় এবং নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সিলেটের আদি সংস্কৃতি ও সিলেটবাসীর মৌলিক উপাদানগুলো নষ্ট হয়েছ পঁচাত্তর পরবর্তী বিভিন্ন ভুল নেতৃত্বের কারণে। যদি সিলেটকে আধুনিক, গ্রিন সিটি, স্মার্ট সিটি করতে চান তাহলে মার্কা চিনতে ভুল করা যাবে না। বাংলাদেশের প্রতীক একটাই, বাংলাদেশের ইতিহাসের প্রতীক একটাই, তা হলো নৌকা। আপনার ভোট আপনি দেবেন; কিন্তু তা নিশ্চয়ই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, বঙ্গবন্ধুর আদর্শের বিরুদ্ধে, বাঙালি সংস্কৃতির বিরোধী কোনো প্রতীকে দেবেন না।’
তিনি আরও বলেন, ‘অসাম্প্রদায়িক চিন্তাচেতনার লালন না করলে সামনে খারাপ সময় আসতে পারে। রাজনীতিতে ভুল বুঝাবুঝি থাকলেও দেশের প্রতি দায়টাই প্রধান। একটি ভুল ভোট অপশক্তিকে এগিয়ে নিতে পারে; যা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রধান বাধা।
তিনি আসন্ন সিলেট সিটি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আনোয়ারুজ্জামানকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সম্প্রীতি বাংলাদেশ-এর সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল, সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, ব্যারিস্টার আরশ আলী, উত্তম বড়ুয়া, আব্দুল জব্বার জলিল প্রমুখ।
আল /দীপ্ত সংবাদ