সোমবার (১৯ জুন) রাত ১২ টায় শেষ হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার–প্রচারণা। শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
নির্বাচনে মেয়র প্রার্থীদের মধ্যে প্রচার–প্রচারণা কম লক্ষ্য করা গেলেও জমে উঠেছে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪৬ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন ।
আজ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বিকেল সাড়ে ৫ টায় মহানগরীর তালাইমারি মোড়, কাজলা চার রাস্তার মোড়, কেডিক্লাব–ধরমপুর মোড়ে ও কালীতলা গণসংযোগ ও লিফলেট বিতরণ করার কথা রয়েছে।
আর জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ও জাকের পার্টির মনোনীত মেয়র প্রার্থী লফিত আনোয়ার এখন পর্যন্ত গণসংযোগের কোন সময়সূচী পাওয়া যায়নি। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মুরশিদ আলম গত ১২ জুন রাতে তার রাজশাহীর দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে নির্বাচন বয়কট করেন।
এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০টি সাধারণ ওয়ার্ড ও ১০টি সংরক্ষিত নারী ওয়ার্ডের ১৫৫টি ভোট কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মোট ভোটার রয়েছে ৩ লক্ষ ৫১ হাজার ৯৮২জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৭১ হাজার ১৬৭ জন, হিজড়া ভোটার রয়েছে, ০৬ জন আর মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৮০ হাজার ৮০৯ জন।
প্রথমবারের মত রাজশাহীতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন করা হবে এবং প্রতিটি কেন্দ্রের বাহিরে ও কক্ষে সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।
ইউ. আদনান/ আল /দীপ্ত সংবাদ