সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে হত্যার ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি ও ২২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে বকশীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন তার স্ত্রী মনিরা বেগম।
মামলার বাদী মনিরা বলেন, স্বামীর লাশ দাফন–কাফন করতে গিয়ে মামলা দায়ের করতে দেরি হয়েছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা মামলা পেয়েছেন বলে স্বীকার করেছেন।
উল্লেখ্য, বুধবার রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজের জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০–১২ জন হামলা করেন।
আল /দীপ্ত সংবাদ