শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

নওগাঁয় মানববন্ধন করেছে “অপরাজিতা নেটওয়ার্ক”

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নওগাঁয় রাজনৈতিক দলের সব পর্যায়ে অতি শীঘ্রই ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবীতে মানববন্ধন করেছে তৃণমূল নারীনেত্রীদের সংগঠন অপরাজিতা নেটওয়ার্ক

শনিবার (১৭ জুন) দুপুরে নওগাঁ পৌরসভার প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে বক্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ১৯৭২ অনুচ্ছেদ ৯০ () তে বলা ছিল যে রাজনৈতিক দলগুলোর কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে সেই সময়সীমা অতিক্রান্ত হলেও প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দলই এই শর্ত পূরণে সক্ষম হয়নি। সেই অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সকল স্তরে অতি শীঘ্রই ন্যূনতম ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি যথাযথ উদ্যোগ গ্রহণ করার প্রতি আহবান জানানো হয়।

সুইজারল্যান্ডের সহায়তায় বাস্তবায়িত ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ প্রকল্প ২০১১ সাল থেকে দেশে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সাল থেকে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন চারটি সহযোগী সংস্থা যথা রূপান্তর, প্রিপ ট্রাস্ট, খান ফাউন্ডেশন ও ডেমক্রেসিওয়াচের মাধ্যমে বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলাধীন ৬২টি উপজেলার মোট ৫৪০টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করেছে। তারই ধারাবাহিকতায় শনিবার সারা দেশের ১৬টি জেলায় একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের সাধারণ আসনের সদস্য রাহেলা চৌধুরী, অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি চন্দনা শারমিন রুমকি, সদর অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি মর্জিনা বেগম, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক নূরজাহান বেগম প্রমুখ।

 

আব্দুর রউফ রিপন/ইমাম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More