রোসা ব্র্যান্ডের পানির কলের বাজারজাতকারণের উদ্বোধন করেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিনসহ অন্যরা। গতকাল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে
নির্মাণ খাতের সিমেন্ট, সিরামিকসহ নানা ধরনের পণ্যের ব্যবসার সফলতার পর এবার দেশের বাজারে পানির কল নিয়ে এল আকিজ বাথওয়্যার। রোসা ব্রান্ডের এসব পানির কল পরিবেশকদের মাধ্যমে বাজারজাত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আকিজ গ্রুপের নতুন এই পণ্যের বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় তৈরি করা পানির কল ও ঝরনার মতো বাথওয়্যারের এক প্রদর্শনীরও আয়োজন করা হয়।
বাথওয়্যারের বাজারে নতুন পণ্যের বাজারজাত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন বলেন, ‘আকিজ বাথওয়্যারের এসব পণ্য বাজারে নিয়ে আসতে চার বছরের বেশি গবেষণা করতে হয়েছে। আশা করি, দেশীয় এই পণ্য ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হবে। ক্রেতারা আমদানি করা পণ্যের ব্যবহার কমিয়ে ডলারের ওপর চাপ কমাবেন।’
প্রতিষ্ঠানটির পরিচালক (ব্যবসা) মোহাম্মদ খোরশেদ আলম বলেন, আকিজের নতুন এ পণ্য আন্তর্জাতিক মানের করে তৈরি করা হচ্ছে। যাতে দেশের পাশাপাশি বিদেশের বাজারও ধরা যায়।
অনুষ্ঠানে জানানো হয়, বাথওয়্যার তৈরির নতুন কারখানা স্থাপনে ৫০০ কোটি টাকা বিনিয়োগ করেছে আকিজ গ্রুপ। ময়মনসিংহের ত্রিশালে নতুন এ কারখানা গড়ে তোলা হয়।