আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন ব্যাটিংয়ে বাংলাদেশ। ৩৭০ রানের লিড নিয়ে শুক্রবার (১৬ জুন) মিরপুর টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। হাতে আছে ৯ উইকেট। এমন পরিস্থিতিতে টাইগারদের লক্ষ্য লিড আরও বড় করা।
আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে নিজদের প্রথম ইনিংসে ৩৮২ রান করে টিম টাইগার। জবাবে মাত্র ১৪৬ রান অলআউট হয় আফগানরা। ফলে ২৩৬ রানের লিড পায় টাইগাররা। তবে আফগানদের ফলোঅন না করিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৭৭ রান, লিড বেরে দাঁড়িয়েছে ৪১৩ রান। শান্ত ৮০ ও জাকির ব্যাটিং করছেন ৬৯ রানে।
হাতে সময় অফুরান, লিডও প্রায় আকাশছোঁয়া। তাই কোনো তাড়াহুড়োর পক্ষে নয় বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শুরুর আগে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে জানালেন, যত বেশি সময় সম্ভব ব্যাট করতে চায় তার দল।
যদি আমাদের পরিকল্পনার কথা জিজ্ঞেস করেন, আমরা সারা দিন ব্যাটিং করতে পছন্দ করব। যাতে বুঝতে পারি এই ধরনের কন্ডিশনে আমরা এমন করি। যেহেতু এটি স্রেফ একটি টেস্ট। তো এই মুহূর্তে নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই।
আফ/দীপ্ত নিউজ