জাতিসংঘ দীর্ঘ ১৬ মাসেও মুক্ত করতে পারেনি ইয়েমেনে অপহৃত বাংলাদেশি জাতিসংঘকর্মী এ কে এম সুফিউল আনামকে।
সশস্ত্র জঙ্গি সংগঠন আল–কায়েদা এ সপ্তাহে তার নতুন ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে সুফিউলের পরনে নীল শার্ট ও চোখে চশমা ছিল। তিনি বলেন, তাঁর অসুস্থ সহকর্মীদের জরুরি ভিত্তিতে হাসপাতালে চিকিৎসা প্রয়োজন।
সুফিউল ক্ষোভ জানিয়ে বলেছেন, ইউরোপ ও মার্কিন নাগরিক অপহৃত হলে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়, এশীয় হওয়ায় তাঁর ক্ষেত্রে তেমন কিছুই করা হচ্ছে না। তিনি গুরুতর অসুস্থ। তাকে দ্রুত মুক্ত করার উদ্যোগ নিতে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন ।
২০২২ সালের ১১ ফেব্রুয়ারিতে একটি ফিল্ড মিশন শেষে বন্দর শহর এডেনে ফিরে আসার পথে আরব উপদ্বীপের আল–কায়েদা (একিউএপি) সুফিউলসহ পাঁচজনকে অপহরণ করে।
সুফিউলের পারিবারিক জানায়, জাতিসংঘের পক্ষ থেকে প্রতিদিনই আশ্বস্ত করা হচ্ছে। তাকে মুক্ত করতে তাঁর পরিবার জাতিসংঘের আরো জোরালো উদ্যোগ আশা করছে।
সুফিউল ছিলেন সাবেক সেনা কর্মকর্তা। লেফটেন্যান্ট কর্নেল পদে থেকে ২০০৫ সালে অবসর নেন। তিনি ছিলেন ইয়েমেনের অ্যাডেন জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো–অর্ডিনেশন অফিসার।
এসএ/দীপ্ত নিউজ