খাগড়াছড়ির সরকারী বাগানের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে মোঃ হুমায়ুন কবির পাঠোয়ারী ও মোঃ জাকির হোসেনের বিরুদ্ধে। গুইমারা উপজেলার সাধু পাড়া গ্রামের পল্লী উন্নয়ন বোর্ড এর পরিচালিত বৃক্ষ বাগানে এই চুরির ঘটনা ঘটে।
জানা গেছে, বাগান পরিষ্কার করার নামে ডালপালা ছাটাই করতে গিয়ে বাগানে ১ শত ৯২ টি বড় বড় গাছ কেটে বিক্রি করা হয়েছে। বাগানে সেগুন, গর্জন, চম্পা, চাপালিশসহ বিভিন্ন প্রজাতির গাছ ছিল।
স্থানীয় সমবায়ীরা অভিযোগ করছেন, বিআরডিবি’র কর্মকর্তারা গাছের সংখ্যা কমিয়ে অভিযুক্ত উপজেলা সমবায় সমিতির সভাপতি বাবলুকে পার পাইয়ে দেয়ার চেষ্টা করছেন।
সমিতির সদস্যরা জানান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কবির ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান জাকির হোসেন মিলে এ কাজ করেন। গাছ কাটা নিয়ে পল্লী উন্নয়ন কর্মকর্তা নিজে বাদী হয়ে থানায় অভিযোগ করেন।
গুইমারা থনার কর্মকর্তা রাজীব কর জানান, কবির পাটোয়ারী ও জাকির হোসেনের বিরুদ্ধে সরকারি বাগানের গাছ কেটে বিক্রির অপরাধে জিডি করা হয়েছে। আমরা সরজমিনে ঘটনাস্থলে গিয়ে কাটা গাছ আলামত হিসেবে জব্দ করেছি।
প্রদীপ চৌধুরী/এসএ/দীপ্ত নিউজ