রাঙামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নের লংগদু পাড়া এলাকা থেকে অপহৃত তিন শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ জুন) রাতে তাদের গভীর পাহাড় থেকে উদ্ধার করে তাদের রাজস্থলী থানায় পুলিশ নিয়ে আসা হয়।
উদ্ধারকৃত শ্রমিকরা হলেন, সোহাগ(২০) রূপক(১৮) ও বিশ্বজিত দে(২২)।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা অপহরণ হওয়া জায়গা থেকে বেশ কিছুদূর গভীর পাহাড় থেকে অপহৃত তিন শ্রমিককে উদ্ধার করি।
জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের অপহরণের পর গভীর পাহাড়ে নিয়ে গাছের সাথে বেধে রাখে অপহরণকারীরা। এর বেশি তারা কিছু বলতে পারছে না। তারা আপতত পুলিশ হেফাজতেই আছে।
উল্লেখ্য, গত সোমবার দিবাগত রাত সাড়ে আটটার সময় রাঙামাটির রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়ার লংগদুপাড়া এলাকায় রাতের আঁধারে সশস্ত্র হামলা চালিয়ে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করার অভিযোগ উঠে। যার পর থেকেই অপহৃত শ্রমিকদের উদ্ধারে অভিযানে নামে রাজস্থলী থানা পুলিশ এবং অপহরণের দুইদিন পর তাদের গাছের সাথে শিকল দিয়ে বাধা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
মিশু দে/আফ/দীপ্ত নিউজ