ভারতের তামিলনাড়ু প্রিমিয়ার লীগে টি–টোয়েন্টি ক্রিকেটের খরুচে বলের নজির দেখলো ক্রিকেটপ্রেমীরা। চিপক সুপার গিল্লিজ ও সালেম স্পার্টান্সের মধ্যকার ম্যাচে ঘটনাটি ঘটেছে।
সালেমের অধিনায়ক অভিষেক তানওয়ার শেষ ওভারে বল করতে গিয়ে ওভারের শেষ বলটি নো বল করেন। সেই বলে ব্যাটার বোল্ড হলেও, নো বল হওয়ায় বেঁচে যান। এরপর ফ্রি হিট বলে ৬ হাঁকান ব্যাটসম্যান এবং এই বলেও নো করে বসেন অভিষেক। এরপর রীতিমত খেই হারিয়ে ফেলেন বোলার অভিষেক।
পরের বলেও আবারো নো বল করেন তিনি এবং ব্যাটসম্যানরা দুটি রান নিতে সক্ষম হন। পরের বলটি করেন ওয়াইড বল। এরপর বৈধ একটি বল করতে সক্ষম হন তিনি, কিন্তু সেই বল থেকেও একটি ছক্কা আদায় করে নেন ব্যাটসম্যান। সব মিলিয়ে তার শেষ বল থেকে আসে মোট ১৮ টি রান।
এর আগে এখন পর্যন্ত টি–টুয়েন্টি ক্রিকেটে ১ বল থেকে সবচেয়ে বেশি রান দেওয়ার রেকর্ড রয়েছে বিগ ব্যাশে মেলবোর্ন স্টার্সের ক্লিন্ট ম্যাকের। ২০১২–১৩ মৌসুমে হোবার্ট হারিকেন্সের ট্রাভিস বার্টের বিপক্ষে পর পর দু’টি নো বল করেন ম্যাক। দু’টি বলেই ছক্কা মারেন বার্ট। পরের বৈধ বলটিতেও ছক্কা মারেন তিনি। অর্থাৎ, তিনটি ছক্কা ও দু’টি নো বল মিলিয়ে ২০ রান দিয়েছিলেন ম্যাকে।
ইমাম/দীপ্ত নিউজ