নওগাঁর রাণীনগরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭, মায়ের দুধের উপকারিতা ও গুঁড়া দুধের অপকারিতা বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় পুষ্টিসেবা আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কেএইচএম ইফতেখারুল আলম খাঁন।
দিনব্যাপী সভায় প্রশিক্ষণ প্রদান করেন ডা. শিফা রহমান ও ডা. ফজলে রাব্বী।
প্রশিক্ষণে মায়ের দুধের সুফল সম্পর্কে অবহিত করা হয়। শিশু পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে মায়ের বুকের দুধ খাওয়ানোর পদ্ধতি, মায়ের বুকের দুধের অভাব দেখা দেয় সেক্ষেত্রে তা সমাধানের উপায়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
খোলা দুধ মানেই একজন নবজাতক শিশুর জন্য বিষ তাই নবজাতককে অবশ্যই মায়ের বুকের দুধ খাওয়ানোর প্রতি সবাইকে সচেতন হওয়ার বিষয়ে তাগিদ প্রদান করা হয় সভায়।
আব্দুর রউফ রিপন/এসএ/দীপ্ত নিউজ