পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (১৪ জুন) শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। বিগত বছরগুলোর মতো চিরচেনা সেই ভিড় নেই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে।
শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি পোহানোর সেই দৃশ্য ছিল না স্টেশনে। ঈদযাত্রায় ১০টি আন্তনগর এবং মেইল ট্রেনের পাশাপাশি পাঁচটি রুটে যাতায়াত করবে আরও কয়েকটি বিশেষ ট্রেন।
রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ঈদযাত্রাকে আনন্দদায়ক করতে রেলওয়ের পক্ষে বিভিন্নমুখী উদ্যোগ নেওয়া হয়েছে।
ঈদের তিন দিন আগে থেকে প্রতি দিন গড়ে ১০ থেকে ১২ হাজার যাত্রীকে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করবে পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।
রুনা আনসারী/এসএ/দীপ্ত নিউজ