মেহেরপুর জেলায় এবার ৬৮ হাজার ৬৫৭ জন শিশুকে খাওয়ানো হবে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এ প্লাস ক্যাপসুল। শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষ্যে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলে আসছে। এর অংশ হিসেবে আগামি ১৮ জুন সারা দেশের ন্যায় মেহেরপুর জেলার শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ক্যাম্পেইন সফল করতে সোমবার (১২ জুন) দুপুরে মেহেরপুর সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সিভিল সার্জন ডা: জাওয়াহেরুল আনাম সিদ্দিকী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে মেহেরপুর জেলার কর্মসুচী তুলে ধরেন। তিনি বলেন, জেলার মোট ৪৬০ টি কেন্দ্রের মাধ্যমে ৯৪৮ জন স্বাস্থ্যকর্মী ভিটামিন এ ক্যাম্পসুল খাওয়ানোর কাজ করবেন।
৬–১১ মাস বয়সী ৮ হাজার ২৪৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাম্পসুল এবং ১২–৫৯ মাস বয়সী ৬০ হাজার ৪১০ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুর সুস্থ্য জীবন গড়তে ১৮ জন স্ব স্ব কেন্দ্রে শিশুদের নিয়ে গিয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহবান জানান সিভিল সার্জন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আল/ দীপ্ত সংবাদ