মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে অটোরিকশা চালকরা।
সোমবার (১২ জুন) সকালে মুন্সীগঞ্জ–সিরাজদিখান সড়কের বেতকা চৌরাস্তায় এই অবরোধ ও বিক্ষোভ করেন। এতে সড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারীরা জানান, মুন্সীগঞ্জ সদরে যাতায়াতের সময় সিপাহীপাড়া, মুক্তারপুর পেট্রোল পাম্প ও সুপার মার্কেটের সামনে গেলে প্রায় দেড় থেকে তিন হাজার টাকা পর্যন্ত জরিমানা নিয়ে থাকে ট্রাফিক পুলিশ। এছাড়াও বিভিন্ন অজুহাতে ট্রাফিক কর্তৃক তাদেরকে হয়রানি করা হয় বলেও জানান তারা।
সড়ক অবরোধের খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ও মুন্সীগঞ্জ ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাঁদাবাজিসহ অন্যান্য হয়রানি বন্ধের আশ্বাস দিলে চালকরা অবরোধ থেকে সরে আসে।
মো. কায়সার হামিদ/ইমাম/দীপ্ত নিউজ