উৎসবমুখর পরিবেশে বরিশালে ইভিএম মেশিনে ভোটগ্রহণ চলছে। নারী ভোটারদের কেন্দ্রে যেতে বাধা ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ দুই মেয়র প্রার্থীর। সোমবার (১২ জুন) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
বরিশালে সকাল আটটা থেকে একযোগে ১২৩ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ আরম্ভ হয়। সকাল সাড়ে আটটায় নগরীর গোরস্থান রোড ডিডিএফ মান্নান মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। ভোট প্রদানের পর নারী ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা প্রদানের অভিযোগ করেন তিনি।
সকাল ন‘টায় আলেকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন বিএনপি পন্থী স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রুপন। সকালে দুটি ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তোলেন তিনি।
এদিকে সকাল সাতটা থেকে বিভিন্ন ভোট কেন্দ্রে আসতে আরম্ভ করে ভোটাররা। ভোট শুরু হওয়ার পূর্বেই তৈরি হয় ভোটারদের লাইন। পুরুষদের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি রয়েছে। ভোট কেন্দ্রের পরিবেশ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোটাররা।
সুষ্ঠ ভোট হলে ফলাফল যাই হোক মেনে নেওয়ার কথা বলেন মেয়র প্রার্থীরা। কেন্দ্রের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট ভোটাররা। ইভিএমে অল্প সময়ে সহজ উপায়ে ভোট সন্তোষ প্রকাশ করেন তারা।
মর্তুজা জুয়েল