ম্যানচেস্টার সিটির ইউয়েফা চ্যাম্পিয়নসশিপ শিরোপা জয়ে একমাত্র কোচ হিসেবে দুইটি ট্রেবল জয়ের রেকর্ড গড়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন পেপ গার্দিওয়ালা। এর আগে ২০০৮–০৯ মৌসুমে বার্সেলোনার কোচ হয়ে ট্রেবল জিতেছিলেন তিনি।
ইপিএল ও এফএ কাপের পর এবার চ্যাম্পিয়নস ট্রফি নিজের অর্জনে লুফে নিলেন এই স্প্যানিশ মাস্টারমাইন্ড। গত পনেরো বছরের কোচিং ক্যারিয়ারে নিজের জাত চিনিয়েছেন ৫২ বছর বয়সী এই তাড়কা।
বার্সেলোনার “বি” দলের দায়িত্ব নিয়ে শুরু করেছিলেন কোচিং ক্যারিয়ার। এক বছর পরই দায়িত্ব পেয়েছিলেন বার্সার মূল দলের। প্রথম বছরেই বার্সাকে জেতান ট্রেবল শিরোপা। এরপর বার্সাকে চার বছরে তিনটি লীগ টাইটেল ও দুইটি চ্যাম্পিয়নস ট্রফি জিতিয়ে পাড়ি দেন জার্মান বুন্দেসলীগায়।
বায়ার্নের দায়িত্ব নিয়ে সেখানেও দেখিয়েছেন নিজের আধিপত্য। বায়ার্নের হয়ে পাঁচ বছরের কোচিং ক্যারিয়ারে বায়ার্নকে জিতিয়েছেন তিনটি লীগ শিরোপা, একটি সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ। বায়ার্ন ছেড়ে ২০১৭ সালে যোগ দেন বিশ্বের সবচেয়ে আকর্ষনীয় লীগ ইপিএলে।
যোগদানের পর থেকে একপ্রকার একক আধিপত্য করে রেখেছেন এখানেও। প্রথম দুই বছর টানা লীগ শিরোপা জিতলেও , ২০২০ মৌসুমে হ্যাট্রিক শিরোপা জয়ের হাত ছাড়া করেন লিভারপুলের কাছে। তবে সেই ভুল এবার আর করেনি গার্দিওয়ালার শীর্ষরা। টানা তৃতীয়বারের মতো হ্যাট্রিক শিরোপা জয় করে, গত ছয় মৌসুমের পাঁচটিই নিজের দখলে করে নেন।
এবার ইউরোপ সেরা হয়ে ট্রেবল জয় করে নিজের অর্জনের তালিকা পূর্ণ করলেন। এর আগে একমাত্র সফল কোচ হিসেবে ইতালিয়ান কোচ স্যার কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ ও এসি মিলান দুটি আলাদা দলের হয়ে দুইবার করে ইউরোপ সেরা হয়েছিলেন। এছাড়া কোচিং ক্যারিয়ারে একটি করে ট্রেবল জয় করেন স্যার এলেক্স ফার্গুসন ও জিনেদিন জিদান।
তবে দুইটি দলের হয়ে দুইটি ট্রেবল জয়ের লক্ষ্য ছুঁতে পারেননি কেউই। আর তাতেই ইতিহাসের পাতায় একমাত্র কোচ হিসেবে দুইটি ট্রেবল জয় করার মালিক এখন পেপ গার্দিওয়ালা।
ইমাম/দীপ্ত নিউজ