শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোন আপোষ নেই: মীর্জা ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে কোন আপোষ নেই, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনা সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিতে বাধ্য করা হবে।

রবিবার (১১ জুন) গাজীপুর মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।

মহানগর গঠনের ১৩বছর পর গাজীপুরে প্রথম বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রোববার সকাল থেকে দলে দলে নেতাকর্মীরা আসতে থাকেন সম্মেলন স্থলে। শহরের টেকনগপাড়া এলাকায় একটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমবেত হন ৫৭ ওয়ার্ডের নেতৃবৃন্দ ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । এ সময় তিনি যেকোন মূল্যে এবার কারচুপির ভোট প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেন।আন্দোলনের মাধ্যমে এসরকারকে উৎখাত করতে হবে । এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহন করতে হবে । রাজপথের মাধ্যমেই এসরকার উৎখাত করা ছাড়া আর কোন বিকল্প নেই ।

অনুষ্ঠানে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে ক্ষমতাসীন আওয়ামী লীগ দশটি আসনও পাবে না, তাই তাদের নেতাকর্মীরা আবুল তাবুল কথা বলছে । একবার বলছে , সংলাপ হবে , আবার বলছে সংলাপ হবে না । তাদের সংলাপ সম্পর্কে বিএনপি জানা আছে । তারা শুধু মিথ্যাচার করে । এবার কোন ভাবেই মিথ্যাচার করে পার পাবে না । জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যকে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে এবং নিরপেক্ষ সরকারের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করে নতুন ভাবে নির্বাচন দিয়ে জনগনের পছন্দের ব্যক্তিদের কাছে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করা হবে । এজন্য সারাদেশের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ আন্দোলন অংশ নিতে হবে ।

অনুষ্ঠানে আগামী দিনে দলের যে কোন কর্মীসুচীতে ঐক্যবদ্ধ অংশগ্রহনের অঙ্গীকার করেন নেতাকর্মীরা ।

দ্বিবার্ষিক এ সম্মেলনে শওকত হোসেন সরকারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগর কমিটির সভাপতি এবং এম মঞ্জুরুল করিম রনিকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়। এর আগে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে লণ্ডন থেকে অনুষ্ঠানে যোগদিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 

জাহাঙ্গীর আলম/ আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More