২০৩০ সালের মধ্যে শতভাগ শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া শিক্ষামন্ত্রনালয়ের সরাসরি তত্ত্বাবধানে রাজধানীর হাতিরঝিল এলাকায় চালু হতে যাওয়া নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিন। রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুধু শতভাগ শিক্ষা নয়, একই সাথে গুণগত শিক্ষা নিশ্চিত করা হবে বলেও জানান স্বরাষ্ট্রস্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী। নিউ হরাইজন কানাডিয়ান এর মাধ্যমে বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান টি. কে. গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেশ জুড়ে আন্তর্জাতিক চেইন স্কুল প্রতিষ্ঠা করতে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাঞ্জেলা ডার্ক, চার্জ অ্যাফেয়ার্স অ্যাড অন্তর্বর্তীকালীন, কানাডা হাই কমিশন, নিউ হরাইজন কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের চেয়ারম্যান মো. আমিরুল হক।
আল/দীপ্ত সংবাদ