বরিশাল মহানগর পুলিশ মধ্যরাতের মধ্যে বহিরাগতদের নগরী ছাড়ার নির্দেশ দিয়েছে। শনিবার (১০ জুন) দুপুরে ১০ প্লাটুন বিজিবি নগরীতে পৌঁছায়। শনিবার রাত ১২টায় সিটি করপোরেশন নির্বাচনের প্রচার শেষ হয়। এরপর শুধু ভোটের অপেক্ষা।
সুষ্ঠু ভোট নিশ্চিত করতে এরই মধ্যে তৎপর হয়ে উঠেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার থেকেই নগরে মোতায়েন করা হয়েছে ১০ প্লাটুন বিজিবি। নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। ভোট গ্রহণের আগের দিন থেকে পরের দিন পর্যন্ত তাঁরা নগরীতে দায়িত্ব পালন করবেন। আগামী ১২ জুন বরিশাল সিটি করপোরেশনের ভোটকে সামনে রেখে নগরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক টহল দিতেও দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশন ১০ থেকে ১৩ জুন মধ্যরাত পর্যন্ত নগরীতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। এ ছাড়া ভোটের আগের দিন অর্থাৎ ১১ জুন মধ্যরাত থেকে ১২ জুন মধ্যরাত পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় ট্রাক, বাস, মিনিবাস, জিপ, মাইক্রোবাস, পিকআপ, কার ও ইজিবাইক চলাচল করতে পারবে না। তবে ভোটারদের ব্যবহারের জন্য ক্ষুদ্র নৌযান চলতে পারবে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে এবার মোট ১২৬টি ভোট কেন্দ্র থাকছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ ১০৬ টি।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘ভোটের ২৪ ঘণ্টা আগে থেকে নগরীর বহিরাগতদের চলে যেতে হবে। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করা হবে। এখানে যারা বহিরাগত আছেন তাঁরা রাত ১২টা পর্যন্ত থাকতে পারবেন। রবিবার থেকে নগরীতে আমরা কোনো বহিরাগত দেখতে চাই না।’
উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৪৮৯ জন ও নারী ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮০৯ জন। প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা ও ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আফ/দীপ্ত নিউজ