ঝিনাইদহের কালীগঞ্জে আজিম হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও মাইক্রো ও কার চালক সমিতি।
শনিবার (১০ জুন) সকালে কালীগঞ্জ মেইন বাসস্টান্ডে এ কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানানো হয়। মানববন্ধনে বেথুলী গ্রামের সর্বস্তরের জনগণসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করে।
মানববন্ধনে নিহত আজিমের বাবা রমজান আলী অভিযোগ করে বলেন, গত ১৬ এপ্রিল তার ছেলেকে হত্যা করে মেহেদী হাসান। এ ঘটনায় তিনি ওই দিন রাতেই তিনজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডে জড়িত মেহেদী হাসানের মা ইউপি সদস্য নিলুফার ইয়াসমিন ও তার স্বামী ইসরাইল হোসেন জামিনে মু্িক্ত পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ নিহত আজিমের শিশু সন্তানকেও হত্যার হুমকি দিচ্ছে। তারা এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল রাতে জমি নিয়ে বিরোধের জেরে ধারালো দা দিয়ে আজিম আলী নামে এক মাইক্রোবাস চালককে কুপিয়ে হত্যা করে তার চাচাতো ভাই মেহেদী হাসান। ওই রাতে পুশি অভিযান চালিয়ে মেহেদী হাসানকে গ্রেফতার করে পুলিশ। বাড়ি থেকে পালিয়ে যায় মেহেদীর বাবা ও মা। পুলিশ মেহেদীর স্বীকারোক্তি মোতাবেক ঘরের মধ্য থেকে হত্যায় জড়িত রক্তমাখা দা উদ্ধার করে।
শাহরিয়ার আলম/ আল/ দীপ্ত সংবাদ