বাংলাদেশ হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধার সাঘাটা উপজেলা শাখার ত্রি–বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুন) ভরতখালী ঐতিহ্যবাহী জয়কালি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন।
সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টান ঐক্য পরিষদের গাইবান্ধা জেলা সভাপতি বাবু রনজিৎ বকশী সূর্য, সাঘাটা উপজেলা সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা.দ্বিজেন্দ্র নাথ পালের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রো–ভিপি মৃণাল কান্তির সঞ্চলনায় বক্তব্য রাখেন পরিষদের গাইবান্ধা জেলার সাধারণ সম্পাদক বাবু চঞ্চল সাহা, সাঘাটা উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. এসএম সামশীল আরেফিন টিটু, পরিষদের গাইবান্ধা জেলা উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু সুদেব চৌধুরী।
প্রধান অতিথি সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন তার বক্তব্যে বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এখানে হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টানসহ সকল জাতি ধর্ম–বর্ণ দেশের শান্তি–শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ। দেশের উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সাম্প্রদায়িক সম্প্রীতি কাজে লাগাতে সকল ধর্মের অনুসারীদের প্রতি তিনি আহবান জানান।
ভবতোষ রায় মনা/এমি/দীপ্ত নিউজ