নীলফামারীতে অসহনীয় গরমে বৃষ্টির আশায় ইস্তিকার নামাজ আদায় করা হয়েছে। শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নীলফামারীর ডোমার উপজেলার ডোমার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইস্তিকার নামাজ আদায় করেন শত শত মুসল্লী।
মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরে নীলফামারীতে দাবদাহ এবং ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ সকল শ্রেণি-পেশার মানুষ। প্রচণ্ড গরমে মানুষের নাভিশ্বাস উঠেছে। ঘরে–বাইরে কোথাও স্বস্তি নেই। রোদে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছে নীলফামারীর ৬টি উপজেলার মানুষ। বৃষ্টির আশায় ইস্তিকার নামাজের আগ থেকেই হালকা বাতাস ও কয়েক ফোঁটা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে।
ডোমার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতবি মুফতি মাহমুদ বিন আলম বলেন, যখন মানুষ গরমের কারণে অতিষ্ঠ হয়ে যায়। তখন এরকম নামাজ আদায় করা হয়। হাদিসে আছে রাসুল (সা.) বৃষ্টির জন্য এরকম নামাজ আদায় করেছেন, সাহাবীগণও নামাজ আদায় করেছেন।
ইয়াছিন মোহাম্মদ সিথুন/এমি/দীপ্ত নিউজ