নারায়ণগঞ্জের ফতুল্লায় একাটি বাড়িতে সিলিং ফ্যান বিস্ফোরণে আগুন পুড়ে নারী ও শিশু সহ একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার (৯ জুন) সকাল সাড়ে ৮ টায় সদর উপজেলার কাশীপুর খিল মার্কেট শেখ বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসময় দগ্ধদের প্রথমে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, রিকশা চালাক মো. সালাম মন্ডল (৫৫), তার স্ত্রী বুলবুলি বেগম (৪০), তার মেয়ে সোনিয়া আক্তার (২৭), মো. টুটুল (২৫) ও ৭ বছরের শিশু মেহজাবিন। তারা গ্রামের বাড়ি নাটোর জেলায়। ভাড়া থাকেন নারায়ণগঞ্জের ফতুল্লায় কাশিপুরে।
দগ্ধ সালামের মামাত ভাই আবাদী বিশ্বাস জানান, আমার মামাত ভাই সালাম রিকশা চালায় ও তার স্ত্রী বুলবুলি পোশাক কারখানায় কাজ করেন। অন্যরা তাদের ছেলে মেয়ে। আহতরা সবাই একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালের দিকে হঠ্যাৎ ঘরের প্লাস্টিক ফ্যানে বিস্ফোরণ হয়। এসময় ফ্যানে আগুন লেগে যায়। এতে বিছানায় থাকা একই পরিবারের নারী–শিশুসহ পাঁচ দগ্ধ হন। তাদের চিৎকারে আশপাশে লোকজন ছুটে গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে মো. সালাম মন্ডলের শরীরের ৭০ শতাংশ ও টুটুলের ৬০ ভাগ পুড়ে গেছে। আর সোনিয়ার ৪২ শতাংশ, শিশু মেহজাবিনের ৩৫ শতাংশ ও বুলবুলির শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক কাজী মাসুদ রানা জানান, দগ্ধরা সবাই একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালের দিকে হঠ্যাৎ ঘরের প্লাস্টিক ফ্যানে বিস্ফোরণ হয়। এসময় ফ্যানে আগুন লেগে যায় ও বিদ্যুৎ হয়ে পড়ে। তখন সে কক্ষের বিছানায় থাকা একই পরিবারের নারী–শিশুসহ পাঁচ দগ্ধ হন।
আফ/দীপ্ত নিউজ