জ্যৈষ্ঠের তীব্র গরমে অতিষ্ঠ ছিল জনজীবন। সপ্তাহ জুড়ে তাপমাত্রা পরিমাপ স্কেলের পারদ ছিল ৩৮ থেকে ৩৯ ডিগ্রী সেলসিয়াসের ঘরে। তাই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন কুড়িগ্রামবাসী। তীব্র তাপদাহের পর অবশেষে কুড়িগ্রামে স্বস্তির বৃষ্টি হয়েছে।
শুক্রবার (৮ জুন) সকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত মাঝারী বৃষ্টির সাথে বজ্রপাত ও হালকা বাতাস হয়েছে। আবার দ্বিতীয় দফায় সকাল সাড়ে ৭টা থেকে ৯টা পর্যন্ত থেমে থেমে হালকা থেকে মাঝারী বৃষ্টিপাত হয়।
জানা যায়, গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহের পরে সকাল থেকেই গুমোট আবহাওয়া বিরাজ করছিল। আকাশ ছিল মেঘে ঢাকা। মানুষ অপেক্ষা করছিল কখন নামবে স্বস্তির বৃষ্টি। সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে ভোরে নেমে আসে দীর্ঘ প্রতীক্ষার বৃষ্টি। এতে খেটে খাওয়া মানুষদের মধ্যে স্বস্তি ফিরেছে। রোদের তাপে ঝলসে যাওয়া প্রকৃতি পেয়েছে নতুন প্রাণ।
পরিমাণে কম হলেও তীব্র তাপদাহ ও লোডশেডিংয়ের মাঝে জনজীবনের কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল।
আফ/দীপ্ত নিউজ