রবিবার, নভেম্বর ২৩, ২০২৫
রবিবার, নভেম্বর ২৩, ২০২৫

সাতক্ষীরায় দুটি স্বর্ণের বারসহ পাচারকারি আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সাতক্ষীরা সীমান্ত থেকে ২টি স্বর্ণেরবার সহ যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। বৃহস্পতিবার (৮ জুন) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের বলদঘাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক পাচারকারি সাগর হোসেন সরদার সাতক্ষীরা সদরের মাঝেরপাড়া গ্রামের সিরাজুল ইসলাম সরদারের ছেলে।

বিজিবি সূত্র জানায়, ভোর রাতে সাতক্ষীরা বৈকারী সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে বিজিবি বৈকারী বিওপি’র একটি আভিযানিক দল বলদঘাটা এলাকায় অবস্থান নেয়। এ সময় ওই এলাকা থেকে মো.সাগরকে আটক করে। পরে ওই ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে কোমরে পেঁচানো কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ২৩৩ গ্রাম ২৮০ মিলিগ্রাম ওজনের ২টি স্বর্ণেরবার উদ্ধার করে বিজিবি সদস্যরা।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিএসসি, জি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১৯ লাখ ৮৬ হাজার টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

 

রঘুনাথ খাঁ/এমি/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More