ফেনীর সোনাগাজীতে মা ও পুত্র শিশুকে হত্যার ঘটনায় নিহত গৃহবধূর মা বাদি হয়ে ৬ জনকে আসামি করে সোমবার (৫ জুন) দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় এজহারভুক্ত ২ আসামি ও সন্দেহভাজন ২ জনসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন– এজহারভুক্ত আসামি নিহত গৃহবধূর ভাসুর সাইফুল ইসলাম (৩৫) ও দেবর দিদার (২৮), সন্দেহভাজন আসামি নুরুল আফসার (৪০) ও মো হানিফ (৩৮)।
মামলার এজহার ও পুলিশ জানায়, বেশ কিছুদিন যাবৎ পারিবারিক কলহের জের ধরে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের চরডুব্বা গ্রামের সোহেলের ঘরে ঝগড়া বিবাদ লেগে থাকতো। বিভিন্ন সময় গৃহকর্তা রিকশা শ্রমিক সোহেল যৌতুকের জন্য তার স্ত্রী হাজেরা খাতুনকে নির্যাতন করত। সোমবার সকালে ওই ঘর থেকে পুলিশ গৃহবধূ হাজেরা খাতুন (২৮) ও তার শিশু পুত্র ইমরান হোসেন (৭) এর লাশ উদ্ধার করে। এ ঘটনায় সোমবার রাতে নিহত গৃহবধূর মা জাহানারা বেগম বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় মেয়ের স্বামী সোহেলকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ ওই মামলায় এজহারভুক্ত ২ জন ও সন্দেহভাজন ২ জন আসামিকে গ্রেফতার করে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু, খালেদ হোসেন দাইয়ান জানান, আলোচিত এ মামলায় এখন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আবদুল্লাহ/আল/দীপ্ত সংবাদ