মুন্সীগঞ্জের সিরাজদিখানে জোরপূর্বক ফসলি জমির মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ উঠেছে প্রভাবশালী মাটি ব্যাবসায়ী মোশারফ হোসেন সেন্টুর বিরুদ্ধে। মঙ্গলবার (৬ জুন) সকাল ৯টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের খিদিরপুর চকের এই কৃষি জমির মাটি কাটা হয়। এ বিষয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন বরকত উল্লাহ।
অভিযোগ সূত্রে জানাযায়, সিরাজদিখান উপজেলার খিদিরপুর মৌজার আরএস ৬৬৮ দাগের জমি কংশপুরা গ্রামের আলম খানের ছেলে মোশারফ হোসেন সেন্টু (৪৬) ভেকু ও মাহিন্দ্রা দিয়ে জমির উর্বর ফসলী জমির মাটি কেটে নষ্ট করে। এছাড়া ভেকু দিয়ে মাটি তুলে মাহিন্দ্রা দিয়ে বিভিন্ন ইটভায়াটায় বিক্রি করছে। বরকত উল্লাহ সেখান থেকে মাটি কাটতে নিষেধ করলেও তারা কথা না শুনে মাটি কাটা অব্যাহত রেখেছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত মোশারফ হোসেন সেন্টুর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
আল/দীপ্ত সংবাদ