ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের কুঠিরহাটে মঙ্গলবার (৬ জুন) সকালে ওমর চন্দ্র কুরি (৫৫) নামের টমটম চালককে গলা কেটে হত্যা চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় ও পরিবার সূত্র জানায়, উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের চর্মকার বাড়ীর মৃত যতীন্দ্র চন্দ্র কুরির ছেলে ওমর চন্দ্র কুরি প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ৮টায় তার টমটম নিয়ে কুঠিরহাট বাজারে আসে। এ সময় অজ্ঞাত ২ ব্যক্তি তার টমটমটি কুঠিরহাট থেকে ভাড়া করে সোনাগাজী–ফেনী সীমান্তের চর গোপালগাঁও গ্রামের নতুন ব্রিজ এলাকায় নিয়ে যায়। ব্রিজের কাছে আসা মাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা কয়েকজন ওমর চন্দ্র কুরিকে টমটম থেকে টেনে নদীর কূলে বেড়িবাঁধে নিয়ে বেধম মারধর করে তার বাম হাত ভেঙ্গে, গলাকেটে হত্যা চেষ্টা করে।
এ সময় ওমরের শোর চিৎকারে পাশ্ববর্তী বাড়ীর লোকজন বেরিয়ে এসেছে দেখে দূবৃত্তরা রক্তাক্ত ওমরকে পেলে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসী ওমরকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। খবর পেয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ও ফেনী মডেল থানার পুলিশ ও চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হোসেন ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। কে বা কারা এ হত্যা চেষ্টা করেছে তা উদঘাটন করবে পুলিশ।
ওমর চন্দ্র কুরির স্ত্রী সন্ধ্যা রানী কুরি জানান, একই বাড়ীর বাবুল চন্দ্র করির ছেলে রনি চন্দ্র কুরি, জনি চন্দ্র কুরির সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছে। তারা হয়তো এ ঘটনা ঘটাতে পারে। আহত ওমর চন্দ্র কুরি তাকে হামলাকারীদের চিনতে পেরেছে বলে জানিয়েছে। তার শ্বাসনালী কেটে যাওয়ায় সে কথা বলতে পারছেন না। আহত ওমর সুস্থ হলে হত্যা চেষ্টাকারীদের নাম পরিচয় জানা যাবে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালিদ হোসেন দাইয়ান জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আবদুল্লাহ/ আল/দীপ্ত সংবাদ