‘শেখ হাসিনার বাংলাদেশ,পরিচ্ছন্ন পরিবেশ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টায় রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রংপুর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান। সভায় অন্যদের মধ্যে পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী বক্তৃতা করেন।
সভায় প্লাস্টিকসহ বিভিন্ন ক্ষতিকারক বস্তু ও পদার্থের মাধ্যমে মানবদেহ, জলজ প্রাণী, কৃষির ক্ষতি, এবং পানি–বায়ু দুষণের ফলে পরিবেশের ভারসাম্য হারিয়ে ফেলার ভয়াবহতা তুলে ধরা হয়। সভায় বিভিন্ন সরকারি–বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীরা অংশ নেন।
পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয। এর আগে একটি র্যালী নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বাবলুর রহমান বারী/এমি/দীপ্ত নিউজ