চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একদিনের মাথায় আবারও দরজার কবজার মাঝখানে স্বর্ণের দণ্ড রেখে পাচারের সময় আরেকটি চালান জব্দ করা হয়েছে।
সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যৌথভাবে গোপন তথ্যের ভিত্তিতে এই স্বর্নের চালান জব্দ করে। বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্টের কাছ থেকে যাত্রীবিহীন ১টি ব্যাগেজ হতে ২৪ ক্যারেটের আনুমানিক ৭শ‘ ৩৬ গ্রাম ওজনের ১২টি লম্বা দণ্ড আকৃতির স্বর্ণ উদ্ধার করা হয়।
গতকালও একই কায়দায় স্বর্ণ পাচারের সময় দুবাই থেকে আসা আব্দুল করিম নামে এক যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজী স্বর্ণ উদ্ধার করা হয়।
আল/দীপ্ত সংবাদ