ডিবি পরিচয়ে চাঁদাবাজি ও ছিনতাই চক্রের মুলহোতা জাহিদ শিকদারসহ(২৭) তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শখা। রবিবার (৪ জুন) সকালে জেলা সদরের ভিটাসাইর ইসলাম বাগ পাড়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ০৪ টি ছুরি ০৭ টি তরবারি বল্লম ০৫ টি বল্লম সহ তাকে আটক করা হয়।
জাহিদ শিকদার ভিটাশাইর গ্রামের মান্নাফ শিকদার এর ছেলে। জাহিদ সিকদার গ্রেপ্তারের পর পরবর্তী অভিযান চালিয়ে তার সহযোগী শিমুলিয়া গ্রামের নজরুল ইসলাম এর ছেলে সাগর হোসেন(২২) ও একই গ্রামের ছোলেমান মোল্লার ছেলে রাসেল মোল্ল্যা (২১) কে করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)’র অফিসার্স ইনচার্জ (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, শনিবার রাতে মাগুরা সদরের ছোট ব্রিজ এলাকায় ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে মারধর ও ছিনতাই এর চেষ্টার অভিযোগ ওঠে। ওই ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে মাগুরা শহরের ভিটাশাইর ইসলামবাগ পড়ায় জাহিদ শিকদার এর বাড়ি অভিযান চালিয়ে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র সহ তাকে আটক করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের শিমুলিয়া এলাকা থেকে তার দুই সহযোগীকে আটক করে ডিবি পুলিশ।
তিনি আরও জানান আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাগুরার একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি করা ও মাঝে মাঝে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে চাদাবাজি করার অভিযোগ রয়েছে।
এছাড়া গত ৬ মে ভিটাশাইর এলাকায় অবস্থিত পাসপোর্ট অফিসের সামনে থেকে একটি প্রাইভেট কারের মধ্য থেকে বিপুল পরিমাণের দেশীয় অস্ত্র সহ দুজনকে আটক করেছিল পুলিশ। সে ঘটনার সঙ্গেও এই জাহিদ শিকদারের সম্পৃক্ততা রয়েছে বলে জানা যায়।
গ্রেপ্তারকৃত জাহিদ শিকদার বিরুদ্ধে ইতোপূর্বে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। এ সংক্রান্ত মাগুরা সদর থানায় অস্ত্র আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/আফ/দীপ্ত নিউজ