আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা পেয়ে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে মানিকগঞ্জ–২ আসনকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে আলাপচারিতায় তিনি বলেন, ‘যুদ্ধ পরবর্তীকালে ছাত্রলীগ দিয়ে রাজনীতির জীবন শুরু। এখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদ্র কর্মী হিসেবে মানুষের পাশে থেকেছি। দল আমাকে নানাভাবে বহুবার মূল্যায়ন করেছে। মানুষের ভালোবাসায় দুইবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। সিংগাইর উপজেলায় অবকাঠামোগত উন্নয়নসহ রাস্তাঘাট, সেতু, কালভার্টের উন্নয়ন হয়েছে। পুরো উপজেলা সিসি ক্যামেরায় আওতায় এনেছি। মানুষের ভোটের প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি।‘
নৌকা প্রতীক পাওয়ার বিষয়ে শতভাগ আশাবাদী জানিয়ে মুশফিকুর রহমান খান হান্নান বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। এ দলে একটি আসনে একাধিক ব্যক্তি মনোনয়ন চাইবে এটা খুব স্বাভাবিক বিষয়। দলীয় সভানেত্রী শেখ হাসিনা ত্যাগী নেতৃবৃন্দকে মূল্যায়ন করেন। তার কাছে সকল খোঁজখবর আছে। আমার বিশ্বাস মানিকগঞ্জ–২ আসনের দলীয় প্রতীক নৌকা আমিই পাবো।‘
তিনি আরও বলেন, ‘বর্তমান সংসদ সদস্য জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। তিনি তার নিজের পরিবার, আত্নীয় স্বজনদের উন্নয়নে সময় পার করেন। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সময়েও তিনি এ আসনটিতে পর্যাপ্ত উন্নয়ন করতে পারেননি। এ আসনটি নদী তীরবর্তী হওয়ায় পর্যটনের অপার সম্ভাবনা আছে। পর্যটনের সকল অবকাঠামো ,সুযোগ সুবিধা নিশ্চিত করা গেলে অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এটি বাস্তবায়ন করা গেলে এ এলাকায় বেকারত্বের হার কমার সাথে সাথে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হবে। সেই সাথে নদী ভাঙ্গনরোধ হবে।‘
উল্লেখ্য, মানিকগঞ্জ–২ আসনটি মানিকগঞ্জ সদর উপজেলার তিনটি ইউনিয়ন, সিংগাইর ও হরিরামপুর উপজেলা নিয়ে গঠিত। এ আসনটিতে সবশেষ আওয়ামী লীগের দলীয় প্রতীক পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মমতাজ বেগম।
জাহিদুল হক চন্দন/আফ/দীপ্ত নিউজ