বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাগুরার মহম্মদপুরে হয়ে গেলো মিনি ম্যরাথন প্রতিযোগিতা। রবিবার (০৪ জুন) সকাল সাড়ে ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম পায়রা উড়িয়ে মিনি ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল।
প্লাস্টিক দূষণ সমাধানে, সামিল হই সকলে– এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেন স্থনীয় আশি জন কিশোর–কিশোরী। অতিরিক্ত গরমের কারনে চার কিলোমিটারে শেষ করা হয় উপজেলায় প্রথমবারের মতো আয়োজিত মিনি ম্যারাথনটি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত শীর্ষ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান পল্লী কর্ম–সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মিনি ম্যারাথনটির আয়োজন করে বেসরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের কৈশোর কর্মসূচী।
মিনি ম্যারাথন ছাড়াও এদিন কৈশোর কর্মসূচির ক্লাব সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় ইউনিয়ন পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব ও বৃক্ষরোপন কর্মসূচি।
সমগ্র আয়োজন শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার দাস, খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খালেদ মাহমুদ সুজন, জাগরণী চক্র ফাউন্ডেশনের জোনাল ম্যানেজার মিজানুর রহমান প্রমূখ।
কাশেমুর/ আল/দীপ্ত সংবাদ