বিএনপির অর্থনীতি ছিল লুটপাটের। তাদের আমলে বাংলাদেশ দুর্নিতীতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এই বিএনপির মুখে দুর্নীতি আর লুটপাটের কথা শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওেয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি শনিবার (৩ জুন) সকালে রাজধানীতে আওয়ামী লীগের বাজেটোত্তর সংবাদ সম্মেলেনে এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, বাজেটের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে অগ্রযাত্রা অব্যাহত রাখতে অনেক চিন্তাভাবনা করে প্রণীত হয়েছে এবারের বাজেট। কৃষিকে বাঁচাতে হবে। খাদ্য উৎপাদন ঠিক রাখতে হবে। আজকে কৃষি উৎপাদন ঠিকমতো হচ্ছে বলে বাংলাদেশ এখনো তেমন সংকটে পড়েনি।
ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয় দেশ বুঝি দুর্ভিক্ষে পতিত–এমন সব উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছে।
রিজার্ভ নিয়ে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, বিশ্ব সংকটের এই পরিস্থিতিতে আমাদের বেশি দামে আমদানি করে কম দামে দেশের মানুষের কাছে বিক্রি করতে হয়। এরমধ্যেও আমাদের রিজার্ভ এখনো আছে ৩১ বিলিয়নের বেশি। যা পাকিস্থান ও শ্রীলঙ্কার তলানিতে। রিজার্ভ নিয়ে সরকার অস্বস্তিতে নেই।
সরকারের ঋণ দেশের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জিডিপির মাত্র ২ শতাংশ বিদেশি ঋণ নেওয়া হয়েছে।
এই বিশ্ব সংকটের অন্যতম কারণ মুদ্রাস্ফীতি। আজকে সারাবিশ্বে উদ্বোগের কারণ হয়ে দাড়িয়েছে। আমাদের মুদ্রাস্ফীতি ৮ দশমিক ৪ এ আছি। প্রস্তাবিত বাজেটের লক্ষ্য ৬ শতাংশে আনা– বলেন সেতুমন্ত্রী।
সংবাদ সম্মেলন ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে গেছেন দেশের মানুষ ও দেশের অর্থনীতিকে বাঁচাতে। প্রমোদভ্রমণের জন্য নয়। কাতারে চুক্তির বাইরেও অবিশ্বাস্য সংযোজন হয়েছে জ্বালানিতে। সেটা আমাদের জ্বালানি খাতে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করেছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক ভিন্নতা থাকতেই পারে। কিন্তু বিএনপি আওয়ামী লীগকে প্রতিপক্ষ নয়, শক্র ভাবে। এজন্য তারা শেখ হাসিনার সঙ্গে প্রকাশ্যে শত্রুতা করছে। প্রক্যাশে তাকে হত্যার হুমকি দিচ্ছে। তার অর্জনকে অস্বীকার করছে।
আজকে বিরোধীরা বিরোধীতার জন্য সমালোচনা করছে। বিরোধীদলের কাছে বাজেটের একটা ভালো দিকও খুজে পাওয়া যায়নি। তারা ভালো কিছু খুজতে ব্যর্থ হয়েছেন। আর সিডিপি তো আছেই। বাস্তবসম্মত বিষয়গুলো স্বীকার করা উচিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ভারতের উড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের প্রতি শোকপ্রকাশ করেন।
আল/দীপ্ত সংবাদ