সাতক্ষীরা পৌর বিএনপি নেতা মাসুম বিল্লাহ শাহিনকে ওয়ান শ্যুটার গান সহ গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ জুন) ভোর সাড়ে চারটায় শ্যামনগরের হায়বাতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শাহিন সাতক্ষীরা পৌর বিএনপির একটি অংশের দলনেতা।
পুলিশ জানায়, শুক্রবার ভোরে কয়েকজন ব্যক্তি অস্ত্র সহ হায়বাতপুর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে মাসুম বিল্লাহ শাহিনকে গুলিভর্তি একটি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড তাজা গুলি সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল জানান, আটক শাহিন দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসার সাথে যুক্ত। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে মাসুম বিল্লাহ শাহিনের স্ত্রী মোছা: রবিউন্নেসা জানান, বৃহস্পতিবার বিকেল ৩ টার পর ঢাকা হাইকোর্টে পূর্বের তিনটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে বের হবার পর রাস্তা থেকে শাহিনকে ডিবি পুলিশ পরিচয়ে কে বা কারা তুলে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এজন্য রমনা থানায় মিসিং ডায়েরীর সিন্ধান্ত নেন তিনি। শুক্রবার সকালে তিনি জানতে পারেন, তার স্বামীকে অস্ত্র সহ শ্যামনগর থেকে আটক করা হয়েছে। বিষয়টি উদ্দেশ্য প্রনোদিত বলে দাবি করেন তিনি।
রঘুনাথ/আল/দীপ্ত সংবাদ