পটুয়াখালীতে এবার দেখা মিলল বিরল প্রজাতির উড়ন্ত আহেতুল্লা বা লাউডগা সাপ। শনিবার (৩ জুন) দুপুরে পায়রাকুঞ্জ নদীর পাড়ে এ সাপটির দেখা মেলে। সবুজ বর্ণের সাপটির দৈর্ঘ্য প্রায় ৫ ফুট।
স্থানীয় সূত্রে জানা যায়, পায়রাকুঞ্জ খেয়াঘাট সংলগ্ন পায়রা নদীর পাড়ে সাপটি দেখতে পায় স্থানীয়রা। পরে সাপটি উড়ে উড়ে স্থানীয়দের আক্রমন করার চেষ্টা করে। এসময় স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে অনেকেই সাপটিকে দেখতে এবং সাপটির সঙ্গে সেলফি তুলতে ভিড় জমায়।
ওয়ার্ল্ডফিস ইকোফিসের সহকারী জীব বৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি জানান, এসাপ উপকূলীয় এলাকায় সচরাচর দেখা যায়না। তবে পাহাড়ি ও সমতল এলাকায় দেখা যায়। এসাপ আত্মরক্ষার্থে নিজের শরীরের রং বদলাতে পারে।
আল/দীপ্ত সংবাদ