‘পরিবেশ বাঁচলেই, বাঁচবে পৃথিবী‘ এই স্লোগানে প্রাণ–আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান মিঠাইয়ের আয়োজনে ফেনীতে পরিবেশ সচেতনতা র্যালি ও প্লাস্টিক বজ্য সংগ্রহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০২ জুন) বিকেলে র্যালিটি ফেনী সদর উপজেলার রাণীর হাট প্রদক্ষিণ করে মিঠাই এর কারাখানায় গিয়ে শেষ হয়।
ক্যাম্পেইনের অংশ হিসেবে পড়ে থাকা বিভিন্ন ধরনের আবর্জনা বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক পরিষ্কার করা হয় এবং মানুষ যেন যেখানে সেখানে ময়লা–আবর্জনা না ফেলে এ ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা হয়।
এসময় ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ‘ নিয়ে মহু মহু স্লোগান দেন প্রাণের কর্মীরা। বাজারের প্লাস্টিক বজ্য সংগ্রহ করে জনসচেতনতা তৈরি করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন মিঠাই এর অপারেশন ম্যানেজার প্রকৌশলী লুৎফর রহমান, কোয়ালিটি ম্যানেজার এএসএম ওমর ফারুক, এডমিন ম্যানেজার কাজী ফখরুল ইসলাম সজীব, প্রোডাকশন ম্যানেজার মো. ইলিয়াস হোসাইন, ম্যানেজার মো. আলতাফ হোসেনসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
মিঠাই এর এডমিন ম্যানেজার কাজী ফখরুল ইসলাম সজীব বলেন, প্লাস্টিক পণ্য পুনর্ব্যবহার করে প্রতিবছর সিঙ্গেল ইউজ প্লাস্টিকসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক রিসাইক্লিং করে শতাধিক ধরনের পণ্য বানাচ্ছে প্রাণ–আরএফএল।
মিঠাই এর কোয়ালিটি ম্যানেজার এএসএম ওমর ফারুক বলেন, আন্তর্জাতিক পরিবেশ দিবস সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনমানুষকে সচেতন করতে ব্যবহৃত প্লাস্টিক রিসাইক্লিং ক্যাম্পেইন করার উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ–আরএফএল। ফেনীসহ দেশের ২৪টি জেলার ব্যবহৃত প্লাস্টিক সংগ্রহে ‘লেটস সেভ দ্য প্ল্যানেট’ নামে এ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ক্যাম্পেইন চালু করা হয়েছে।
আবদুল্লাহ আল-মামুন/আফ/দীপ্ত নিউজ