নওগাঁর রাণীনগরের আল–আমিন দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক (শরীরচর্চা) হারুনুর রশিদকে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা সুপার। নানা অনিয়ম আর অভিযোগে ভিত্তিতে গত মঙ্গলবার (৩০ মে) মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শরিফ উদ্দীন মাযহারী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
বরখাস্ত চিঠিতে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি শিক্ষক হারুনুর রশিদ মাদ্রাসার পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর সাথে যৌন হয়রানিমূলক আচরণ করেছেন। আবার শ্রেণিকক্ষে ছাত্রীদের শরীরের স্পর্শকাতর স্থান নিয়ে অশ্লীল কথাবার্তা বলেন, ক্লাসে পাঠদানের সময় মনোযোগ রাখেন না, শ্রেণিকক্ষে বসে মোবাইলে ভিডিও দেখেন, মাদ্রাসার প্রধানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং অবাধ্যতার পর্যায়ে পরে এমন সকল আচরণ করে আসছেন সহকারি শিক্ষক হারুনুর রশিদ। যার কারণে মাদ্রাসার সার্বিক মঙ্গলের জন্য তাকে এই সাময়িক ভাবে বরখাস্ত করা হলো।
সহকারি শিক্ষক হারুনুর রশিদ মুঠোফোনে জানান তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলো মিথ্যে, বানোয়াট, ভিত্তিহীন ও তাকে সামাজিক ভাবে হেয়পতিপন্ন করার উদ্দ্যেশ্যেই কতিপয় ব্যক্তিরা এমন ষড়যন্ত্রের জাল সৃষ্টি করেছে। তাকে সাময়িক ভাবে বরখাস্ত করার মাধ্যমে তার প্রতি অন্যায় করা হয়েছে। তিনি ভবিষ্যতে এই অন্যায়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট শরিফ উদ্দীন মাযহারী বলেন, নানা অনিয়ম, অভিযোগ ও মাদ্রাসার মান ক্ষুণ্ণ হয় এমন সকল কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। মাদ্রাসার কর্তৃপক্ষ পরবর্তিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। ইতিমধ্যেই বরখাতের চিঠি শিক্ষক হারুনুর রশিদের কাছে পৌছানো হয়েছে।
একাডেমিক সুপাভাইজার কামরুল হাসান বলেন, শিক্ষক হারুনুর রশিদকে মাদ্রাসা থেকে সাময়িক ভাবে বরখাস্ত করার একটি চিঠি পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অফিসিয়ালি জানানো হবে।
আব্দুর রউফ রিপন/আফ/দীপ্ত নিউজ