ঝিনাইদহের কালীগঞ্জে “আধুনিক প্রযুক্তিতে লাভজনকভাবে আখের সাথে সাথীফসল চাষাবাদ” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) সকালে কালীগঞ্জ উপজেলার মোল্লাকুয়া গ্রামের মাঠে এ মাঠ দিবসের আয়োজন করে বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট।
এতে বিএসআরআই এর মহাপরিচালক ড. মোঃ ওমর আলী, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. আবু তাহের সোহেল, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ সাইফুল ইসলাম, মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমারসহ আখ চাষীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আখ চাষে মুনাফা পেতে এক বছর সময় লাগে। ফলে আখ চাষের সাথে কৃষকরা সাথীফসল উৎপাদন করলে বেশি লাভবান হবে। এতে আখ চাষ বৃদ্ধির পাশাপাশি সাথীফসল চাষে কৃষকদের বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য দেন তারা।
শাহরিয়ার আলম/আফ/দীপ্ত নিউজ