আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন লক্ষে শুক্রবার (২ জুন) সকাল ১০ টার পর থেকে রাজশাহী শিল্পকলা একাডেমিতে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে।
এবার সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৪ জন, কাউন্সিলর পদে ১১২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪৬ জন ভোট যুদ্ধে অংশগ্রহণ করছেন।
এবার রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী হাফেজ মো মুর্শিদ আলম ও জাকের পার্টির লতিফ আনোয়ার প্রতিদ্বন্দ্বীতা করবেন।
শুক্রবার প্রতীক বরাদ্দের পরপরই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের ভোটের প্রচারণা শুরু করবেন।
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩ লক্ষ ৫১ হাজার ৯৮২জন ভোটার ১৫৫টি ভোট কেন্দ্রে ভোট দিবেন। এবারই প্রথমবারের মত রাজশাহীতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে এবং প্রতিটি কেন্দ্র বাহিরে ও কক্ষে সিসি টিভি ক্যামেরার আওতায় থাকবে।
ইউ. আদনান/আফদীপ্ত নিউজ