বান্দরবানের রুমায় কুকিচিন ন্যাশনাফ ফ্রন্ট কেএনএফ‘র পুতে রাখা আইইডি বিষ্ফোরণে তুজাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) সকালে রুমা উপজেলার রেমাক্রী প্রাংশা ইউনিয়নের স্লৌপি পাড়া এলাকায় কেএনএফ‘র প্রশিক্ষণ ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।
আইএসপিআর জানায়, রুমা রেমাত্রী প্রাংসা ইউনিয়নের স্লৌপি পাড়া এলাকায় কেএনএফ এর সদর দপ্তরসহ প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রুমা সেনা জোনের একটি দল ওই এলাকায় অভিযানে যায়। এসময় সেনা সদস্যরা কেএনএফ এর আস্তানার কাছাকাছি পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। পরে সেনা সদস্যরা কেএনএফ‘র প্রশিক্ষণ ক্যাম্পটি দখলে নিয়ে আশপাশের এলাকায় তল্লাসি চালানোর সময় আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসময় সেনা সদস্য তুজাম গুরুত্বর আহত হন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হেলিকপ্টারে করে চট্টগ্রামে সিএমএইচ এ নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান তিনি। এ ঘটনার পর থেকে ওই এলাকায় সেনাবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ১৭ মে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ এর হামলায় দুই সেনা সদস্য নিহত হন ও দুই সেনা কর্কর্তা আহত হন।
আল/দীপ্ত সংবাদ