দেশের প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের কষ্ট ও দুর্ভোগ লাগবের জন্য “ন্যায়কুঞ্জ” নামক বিশ্রামাগার স্থাপনের প্রকল্প গ্রহণ করেছে বাংলাদেশ বিচার বিভাগ।
এই প্রকল্পের অধীনে দেশে প্রথমবার ঠাকুরগাঁও জজ আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার নির্মানের লক্ষে ভিত্তি প্রস্থর স্থাপন করেছেন হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি নজরুল ইসলাম তালুকদার।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে তিনি ভিত্তি প্রস্থর স্থাপন ফলকের উদ্বোধন করেন।
ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠান শেষে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার বলেন, মাননীয় প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী বিশ্রামাগারে বিচার প্রার্থীদের বসার ব্যবস্থা ও টয়লেট থাকবে। মায়েদের জন্যে আলাদা ব্রেস্ট ব্রিডিং কক্ষ, সুপ্রিয় পানির ব্যবস্থা এবং একটি মিনি ষ্টেশনারী দোকান সহ ইত্যাদি সংস্থান রেখে স্থাপিত নকশা প্রনয়ণ করা হয়েছে। বিভিন্ন জেলার সেবা গ্রাহিতাদের চাহিদা অনুযায়ী “টাইপ এ ও টাইপ বি” দুটি ক্যাটাগরিতে প্রকল্পটি ভাগ করা হয়েছে। টাইপ এর আয়তন ১ হাজার স্কয়ারফিট ও টাইপ বি ক্যাটাগরির ক্ষেত্রে ৮শ স্কয়ার ফিট হবে বলে জানান তিনি। ঠাকুরগাঁওয়ের নির্মাণাধীন প্রকল্পটি টাইপ এ ক্যাটাগরিতে হচ্ছে।
ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে ঠাকুরগাঁও বিচার বিভাগে কর্মরত বিজ্ঞ বিচারক বৃন্দ, জেলা ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁওয়ে আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
সারাদেশে প্রস্তাবিত বিশ্রামাগার প্রকল্প ব্যয়ের হিসাব এসে দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৫.৯১ লক্ষ টাকা।
মঈনুদ্দীন তালুকদার হিমেল/আফ/দীপ্ত নিউজ