সাভারে ঢাকা–আরিচা মহাসড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত পরিবহনের চাপায় মো: মন্টু (৪০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। অজ্ঞাত পরিবহনটি সনাক্ত করতে চেষ্টা করছে পুলিশ।
মঙ্গলবার (৩১ মে) সকালে ঢাকা–আরিচা মহাসড়কের সাভারের পাকিজা গার্মেন্টস এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত মন্টু বগুড়া জেলার দুপতাতিয়া রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি সাভার পৌরসভা এলাকার বাসিন্দা।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, সকালে সড়ক পারাপার হতে গিয়ে অজ্ঞাত একটি গাড়ির চাপায় তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হলে পরিবার মরদেহটি নিয়ে যায়। বিষয়টি নিয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া অজ্ঞাত সেই গাড়িটিকে সনাক্তের চেষ্টা চলছে।
এম এ হালিম/আফ/দীপ্ত নিউজ