মাগুরা শহরের খান পাড়ায় এলাকায় আরজিনা বেগম ঝর্ণা (৭০) নামে এক বৃদ্ধাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী। ওই বৃদ্ধার অভিযোগ তার ছেলে মেহেদী হাসান বাবু তাকে সেখানে ফেলে রেখে গিয়েছে। সোমবার (২৯ মে) বিকালে এলাকাবাসী তাকে অসুস্থ অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে রেখে গিয়েছে।
বৃদ্ধার অভিযোগ, দীর্ঘ ৩০ বছর তার স্বামী তার কোন খোঁজখবর নিতো না। তার ভাই বাড়ি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চৌগাছা গ্রামে ৩০ বছর অবস্থান শেষে সম্প্রতি সে অসুস্থ হয়ে যায়। অসুস্থ অবস্থায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। হাসপাতালে তার খোঁজ–খবর কেউ না নেওয়ায় সম্প্রতি স্থানীয়দের সহায়তায় সে তার ছেলে মেহেদী হাসান বাবুর কাছে রাজবাড়ী জেলার বালিয়া কান্দি থানার শোলাবাড়িয়া চলে যায়। সেখানেও ছেলে তার কোন খোঁজ খবর নেয় না। সেখানে সে স্থানীয় ও প্রশাসনের সহযোগিতায় বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি হয়। সেখান থেকে সোমবার সকালে মাগুরাতে বনের বাড়ি নিয়ে আসে তার ছেলে। এ সময় বোন বাড়ি থেকে তাকে বিতাড়িত করলে ছেলে মেহেদী হাসান বাবু শহরের খানপাড়া এলাকায় রাস্তার পাশে তাকে ইজিবাইক থেকে ফেলে রেখে চলে যায়।
খানপাড়ায় অবস্থিত স্থানীয় দোকানদার মোহাম্মদ হান্নান জানান, দুপুরে হঠাৎ একটি ইজিবাইক এসে অসুস্থই মহিলাকে রাস্তার পাশে রেখে চলে যেতে যায়। এ সময় ওই মহিলা চিৎকার করে তার ছেলে তাকে ফেলে রেখে যাচ্ছে বলে স্থানীয়দের সহযোগিতা চাই। তবে ইজিবাইকে থাকা ওই ব্যক্তি আমার মা না বলে দ্রুত তাকে রেখে দ্রুত চলে যায়।
সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই মহিলাকে সদর হাসপাতালের বারান্দায় বসে থাকতে দেখা গেলেও তার কোন চিকিৎসার ব্যবস্থা করা হয়নি বলে সে জানান।
মোঃ কাশেমুর রহমান শ্রাবণ/আফ/দীপ্ত নিউজ