সাতক্ষীরার চাঞ্চল্যকর ট্রাকচালক রুহুল আমিন গাজী হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজীকে আটক করেছে র্যার–৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। রবিবার (২৮ মে) বিকেলে ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হাশেম গাজীর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার কুকরালি গ্রামে।
সোমবার (২৮ মে) সকাল ১১টায় সাংবাদিকদের মেইলে পাঠানো এক প্রেসব্রিফিং এ র্যার–৬ সাতক্ষীরা অফিসের মেজর জিএম গালিব জানান, জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ১২ মে রাতে সদর উপজেলার কুকরালি গ্রামের ট্রাক চালক রুহুল আমিন গাজীকে পিটিয়ে জখম করা হয়। তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে ইমাম হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে হাশেম গাজী দেশের বিভিন্ন স্থানে পালিয়ে ছিল। রবিবার রাতে তাকে ফরিদপুর জেলার কোতোালী সদর থেকে আটক করা হয়। তাকে সদর থানায় সোপর্দ করা হয়েছে।
সাতক্ষীরা প্রতিনিধি/এফএম/দীপ্ত নিউজ