জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি‘ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন করা হয়। রবিবার (২৯ মে) রাত ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা শিল্পকলার শিল্পীরা কবিতা আবৃত্তি, নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পরে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি, রচনা ও ছড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
চুয়াডাঙ্গা সরকারী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের প্রানবন্ত উপস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারী আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড.মো: আব্দুর রশিদ।
জান্নাতুল আওলিয়া/এফএম/দীপ্ত নিউজ