শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি-পরীক্ষা শুরু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২২২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিপরীক্ষা আজ থেকে অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (২৯ মে) থেকে চলবে ৩১ মে পর্যন্ত।

সোমবার প্রথম দিন সি ইউনিটে বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূবিজ্ঞান অনুষদভুক্ত ২৬টি বিভাগের পরীক্ষা হবে। এবার ভর্তি পরীক্ষা এ, বি ও সি এই তিনটি ইউনিটের মাধ্যমে সম্পন্ন করা হবে। এক ঘণ্টাব্যাপী ভর্তি পরীক্ষা নৈর্ব্যক্তিক পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে ।

মঙ্গলবার ৩০ মে ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত ২৭টি বিভাগসহ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরীক্ষা হবে। আর পরশু ৩১ মে বি ইউনিটে বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ৬টি বিভাগ ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরীক্ষা হবে। প্রতিদিন চারটি করে শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফট সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত, দ্বিতীয় শিফট বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এবং চতুর্থ শিফট দুপুর সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত।

এ বছর বিশেষ কোটাসহ মোট আসন সংখ্যা ৪ হাজার ৪৬৭টি। এই আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৭৮ হাজার ৫৯১ জন পরিক্ষার্থী ভর্তিযুদ্ধে অংশ গ্রহন করছেন। এর মধ্যে ছাত্র পরিক্ষার্থীর সংখ্যা ১ লক্ষ ৮৩৮ জন এবং ছাত্রী পরিক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ৭৫৩ জন। এ ইউনিটে ৭২ হাজার ৬৫ জন, বি ইউনিটে ৩০ হাজার ৬৭৫ জন এবং সি ইউনিটে ৭৫ হাজার ৮৫১জন পরিক্ষার্থী রয়েছে। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৮১৬ টি।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল ধরনের ব্যবস্থা গ্রহন করেছেন।

 

 

ইউ. আদনান/এফএম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More