চট্টগ্রামের পতেঙ্গা উপকূলে নোঙর করে রাখা ফিশিং ট্রলার মুহুরি–২ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রুবার (২৬ মে) রাত সাড়ে ১১ টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের সময় সাগরে ভাটা থাকায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উপকূলে পৌঁছলেও তারা ঘটনাস্থলের কাছেই যেতে পারেনি।
ফায়ার সার্ভিস জানায়, ইঞ্জিন রুমের বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়। পরে মুহুর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বোটে। এসময় জাহাজটিতে ৫ জন নাবিক উপস্থিত থাকলেও তারা অন্য মাছ ধরা নৌকার সাহায্যে উপকূলে পৌঁছতে সক্ষম হয়। তবে আগুনের হাত থেকে বাঁচতে সাগরে লাফিয়ে পড়ে তিনজন আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাগরে ভাসমান জাহাজে অগ্নিকাণ্ডের সময় চারপাশে অথৈ পানি থাকলেও আগুন নেভাতে তা কোন কাজেই আসেনি। পানির আগুন নেভানোর মতো যন্ত্রাংশ না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরাও ছিল অসহায়।
রাত আড়াইটার দিকে জোয়ার এলে চট্টগ্রাম বন্দর থেকে একটি উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে গিয়ে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুরোপুরি ভষ্মিভূত হয় মাছ ধরা আধুনিক ট্রলারটি।
রুনা আনসারী/আফ/দীপ্ত নিউজ