শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

বরিশাল সিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ৭ মেয়র প্রার্থীর প্রতীক বরাদ্দ

আনুষ্ঠানিক প্রচারনা শুরু: আচরণ বিধি মেনে চলার পরামর্শ নির্বাচন কমিশনের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র এবং সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। প্রতীক পাওয়ার পরই আনুষ্ঠানিক প্রচারণায় নেমে পড়েছেন তারা।

নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন করে প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

প্রথমে প্রতিদ্বন্দ্বী ৭ মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাতকে দলীয় প্রতীক নৌকা, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপসকে লাঙ্গল, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে হাতপাখা এবং জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চুকে গোলাপ ফুল প্রতীক বরাদ্দ দেন তিনি। এছাড়া স্বতন্ত্র মেয়র প্রাথী কামরুল আহসান রূপনকে টেবিল ঘড়ি, আলী হোসেন হাওলাদারকে হরিন এবং অপর স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামানকে হাতি প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।

পরে ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ পেয়ে সুখে দুখে এলাকার বাসিন্দাদের পাশে থাকার অঙ্গিকার করেন তারা।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। নির্বাচিত হলে বরিশাল শহরে ব্যাপক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। নগরবাসীকে শান্তিতে রাখতে ১২ জুন নৌকায় ভোট চান খোকন সেরনিয়াবাত।

প্রতীক পাওয়ার পর জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, গতকাল গাজীপুর সিটি নির্বাচন দেখে ভোট নিয়ে জনগনের আগ্রহ বেড়েছে। বরিশালকে একটি উৎপাদনমুখী এবং আইটি নগরী গড়তে ১২ জুন লাঙ্গলে ভোট চান তিনি। সুষ্ঠুসুন্দর ভোট হলে ১২ জুন বরিশালের জনগণ লাঙ্গল প্রতীক বিজয়ী করবে আশা তার।

প্রতীক বরাদ্দ নিতে নির্বাচন কমিশনে যাননি ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তার পক্ষে দলের নেতারা হাতপাখা প্রতীক গ্রহণ করেন। এদিকে প্রতীক বরাদ্দ পেয়েই গনসংযোগ শুরু করেন জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু। তিনি বরিশাল নগরীর উন্নয়নে গোলাপ ফুল প্রতীকে ভোট প্রার্থনা করেন।

এছাড়া ৩০টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন এবং ১০টি সংরক্ষিত ওয়ার্ডে ৪২ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।

প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।

বরিশাল সিটিতে ভোটগ্রহণ হবে ইভিএম মেশিনে। ১২৬ টি কেন্দ্রের ৮৯৪ টি বুথে মোট ভোটার ২ লাখ ৭৬ হাজার ২৯৮ জন।

মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More